সাহাদুল সুহেদ, স্পেন

০২ ডিসেম্বর, ২০১৯ ০০:০৭

স্পেনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে স্পেনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি মাদ্রিদ টররেজন বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।

প্রসঙ্গত, আগামী ২-১৩ ডিসেম্বর মাদ্রিদে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ ২৫) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ ডিসেম্বর সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র সানচেজ ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেরে সঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

২ ডিসেম্বর সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা এবং রানি আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

৩ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত