সিলেটটুডে ডেস্ক

১৪ জানুয়ারি, ২০২০ ১৩:১০

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু শিশু-কিশোরমেলার আলোচনা সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা যুক্তরাষ্ট্র শাখার নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গত রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নিউ ইয়র্কের রোজ বেঙ্গল রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা ইমরান চৌধুরী রাজিব। সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বদরুল হোসেন খাঁন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল হক, হেলিম উদ্দিন, সাব্বির আহমদ (চেয়ারম্যান), সাব্বির আহমদ, সংগঠনের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা ছরওয়ার হোসেন, সাগর মো. ছানু, রেজা আব্দুল্লাহ, শাহজাহান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল হক রাসেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজেল, শরিফ আহমদ, আদনান খাঁন রবি, দপ্তর সম্পাদক আশিক খাঁন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জুয়েল আমিন, সদস্য মোস্তাক আহমেদ, রেজাউল হাসান আবু প্রমুখ।

সভায় আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষার উপর বিশেষ গুরুত্বারোপ করে বিভিন্ন স্কুলে লিফলেট বিতরণ কর্মসূচি, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করতে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে সমবেত এবং আগামী পনেরো আগস্ট জাতির জনকের শাহাদাৎবার্ষিকী নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।

সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিতদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদকে ধন্যবাদ জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত