সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০২০ ১১:৩৪

নিউ ইয়র্কে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’ ২৮-২৯ মার্চ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগামী ২৮ ও ২৯ মার্চ শনিবার ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী 'বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন'।

১৯ জানুয়ারি রোববার নিউ ইয়র্কের জুইশ সেন্টারে সম্মেলন নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রচিত 'শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম' এর অপ্রকাশিত ভিডিও ডিভিডি সম্মেলনের কর্মকর্তাদের উপহার দেন গানের রচয়িতা লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ।

সম্মেলনের পক্ষ থেকে 'শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম' এর অপ্রকাশিত ভিডিও ডিভিডি গ্রহণ করেন সম্মেলনের আহবায়ক মুক্তিযোদ্ধা ড. নুরন নবী, সদস্য সচিব জাকারিয়া চৌধুরী এবং প্রধান সমন্বয়ক হাজী আবদুল কাদের মিয়া।

এছাড়াও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন, বাংলাটিভি নিউ ইয়র্কের সিইও মীর শিবলীকে 'শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম' এর অপ্রকাশিত ভিডিও ডিভিডি উপহার দেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রচিত গান ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’ এর সুর দেন জনপ্রিয় শিল্পী ও সুরকার বিবেক মজুমদার।

আর গানটিতে কণ্ঠ দিয়েছেন অংকুর মাহমুদ, শাহনাজ চিত্রা, তুহিন আসাদ, পপি আকতার, শুভেন্দু দাস, সুমি খান ও বিবেক মজুমদারসহ এই প্রজন্মের সাত শিল্পী। গানের প্রথম কলি ‘ব’ তে বাংলা, ‘ব’ তে বাংলাদেশ, ‘ব’ তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...’।

উল্লেখ্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রচিত গান ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’ এর গ্লোবাল রিলিজ আগামী ৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত