সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০২০ ১৬:২৭

দুবাইয়ে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের সংবর্ধনা

সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রবাসীদের সংগঠন জৈন্তাপুর গ্রুপ বিশ্বের ১২টি দেশে কাজ করছে। এ সংগঠন দেশের আর্তমানবতার সেবার পাশাপাশি প্রবাসীদের মাধ্যমে আন্তরিক মেলবন্ধন তৈরি করেছে। দেশের অন্যান্য এলাকা এ সংগঠনকে অনুসরণ করে দেশের চিত্র পাল্টাতে পারবে।

শুক্রবার দুবাইয়ের একটি অভিজাত রেস্তোরায় জৈন্তাপুর প্রবাসী গ্রুপ আমিরাত শাখার আয়োজনে উপজেলার ৪নং দরবস্ত ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান বাহারুল আলম ও ৩নং চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েলের সম্মানে আয়োজিত সভায় এ কথা বলেছেন বক্তারা।

দুই ইউপি চেয়ারম্যান বলেন, আপনাদের এ ভালবাসা আমরা আজীবন মনে রাখবো। প্রবাসীদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরাও গর্বিত। তারা আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি গিয়াস উদ্দিন আল মামুন। কাওসার আহমদ ও নিজাম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন শাখার প্রধান উপদেষ্টা হাফেজ আব্দুল্লাহ, কমিউনিটি নেতা মাসুক উদ্দিন ইউসুফ, উপদেষ্টা ফারুক আলী, ফখরুল ইসলাম, ৭১ টিভির সাংবাদিক লুৎফুর রহমান, দাতা সদস্য সালেহ আল ইমরান, সহ-সভাপতি সেলিম আহমদ, তুহিন শিকদার, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সদস্য জাহাঙ্গীর, হারুন, বশির, শাকিল, হাসান, বদরুল, শাহাব, জাকারিয়া প্রমুখ।

এ সময় সংবর্ধিত দুই ইউপি চেয়ারম্যানের হাতে সম্মাননা স্মারক তোলে দেন প্রবাসীরা।

প্রবাসীরা বলেন, দেশে প্রবাসীদের সব সুবিধা সরকার দিলেও গোটা কয়েক অসাধু বিমানবন্দর কর্মকর্তার কারণে প্রবাসীরা সবসময় বিমানবন্দরে লাঞ্চিত হন। এ সমস্যা সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নিবেন বলে তারা আশা করেন।

পরে দেশ, জাতি ও সর্বস্তরের প্রবাসীদের শান্তি কামনায় কোরআন খতমের বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত