লন্ডন প্রতিনিধি

১১ মার্চ, ২০২০ ১২:৩৪

মুজিববর্ষে এতিম ও দুস্থ মেয়েদের সহযোগিতা করবে যুক্তরাজ্য যুবলীগ

মুজিববর্ষে বাংলাদেশে ৪শ এতিম ও দুস্থ মেয়েকে বছরব্যাপী খাবার সরবরাহসহ আর্থিক সহযোগিতা দেবে যুক্তরাজ্য যুবলীগ।

এ উপলক্ষে বাংলাদেশের সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ফিমেল একাডেমিতে বসবাসরত প্রায় ৪০০ জন এতিম ও দুস্থ মেয়েদের আগামী ১৭ মার্চ ২০২০ সাল থেকে ১৬ মার্চ ২০২১ সাল পর্যন্ত বছরব্যাপী প্রায় ৩৬ লাখ টাকার আর্থিক সহযোগিতায় খাবার প্রদান করা হবে।

এছাড়াও বর্ষটি পালন উপলক্ষে যুক্তরাজ্যে ও বাংলাদেশেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।

১০ মার্চ মঙ্গলবার দুপুরে পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে মুজিববর্ষ উপলক্ষে এসব কর্মসূচি ঘোষণা করেন যুক্তরাজ্য যুবলীগের নেতৃবৃন্দ।

সংগঠনের এসব কর্মসূচি আগামী ১৭ মার্চ ২০২০ সাল থেকে শুরু হয়ে ২৬ মার্চ ২০২১ সাল পর্যন্ত অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে মিল রেখে সংগঠনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজমুল ইসলাম, আজিজুর রহমান শামীম, সামশাদুর রহমান রাহীন, মাহবুব আহমদ, শেখ নুরুল ইসলাম জিতু, যুগ্ম সম্পাদক জামাল খান, ফয়জুর রহমান ফয়েজ, সৈয়দ আব্দুল মুমিন, মতব্বির হোসেন চুনু, হাফিজুর রহমান সেলিম, জোবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খাঁন, দিলাল খাঁন, মোহাম্মদ আলী জিলু, মাছুম আহমদ তালুকদার, মোতাহির আলী সোহেল, জুনেল আহমদ নজির, সরওয়ার আলম ও আব্দুল মাজিদ সিরাজ।

আপনার মন্তব্য

আলোচিত