নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি , ২০২১ ২০:৪৮

সিলেটে নাট্য প্রদর্শনীতে শুক্র ও শনিবার মঞ্চায়িত হবে দু’টি নাটক

“যাক কেটে যাক নিকষ কালো, মঞ্চে আবার জ্বালাও আলো” এই স্লোগানে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর ২য় সপ্তাহের ৩য় ও ৪র্থ মঞ্চায়ন ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ও ২৭ ফেব্রুয়ারি শনিবার রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে মঞ্চায়িত হবে।

২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় থিয়েটার সিলেট মঞ্চায়িত করবে আর্নেস্ট হেমিংওয়ে’র উপন্যাস অবলম্বনে কামরুল হক জুয়েলের অনুবাদ ও নাট্যরূপ নির্দেশনায় ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্যা সী’, ২৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ মঞ্চায়িত করবে সৈয়দ ওয়ালিউল্লাহ’র রচনায় ও রতন দেব’র নির্দেশনায় নাটক ‘তরঙ্গভঙ্গ’।

সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া একুশের আলোকে নাট্য প্রদর্শনী চলবে ২৭ মার্চ ২০২১ পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার। সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী ও সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে স্বাস্থ্যবিধি মেনে মঞ্চনাটক দেখার জন্য নাট্যমোদী দর্শক ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত