নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০১৭ ১৩:৫৬

থিয়েটার মুরারিচাঁদের ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু আজ

বিজয়ের ৪৫ বছর ও থিয়েটারের আত্মপ্রকাশের ৪র্থ বার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে থিয়েটার মুরারিচাঁদ।

আজ সোমবার (২ জানুয়ারি) সিলেট এমসি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়ে চলবে আগামী মঙ্গলবার (৪ জানুয়ারি) পর্যন্ত।

আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের প্রথম দিন ২ জানুয়ারি থাকছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি, জাতীয় সংগীত, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

৩ ও ৪ জানুয়ারি থাকছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা আলোকচিত্র প্রদর্শনী ও বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশনায় থাকবে ছন্দ নৃত্যালয়, উদীচী, নগরনাট, নবশিখা, নাট্যলোক, থিয়েটার বাংলা, প্যান্টোমাইম, জাতীয় কবিতা পরিষদ, রোভার স্কাউট, মোহনা ও থিয়েটার মুরারিচাঁদ।

আপনার মন্তব্য

আলোচিত