সিলেটটুডে ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০১৭ ১৪:১১

আজ সিলেটের নজরুল অডিটোরিয়াম মঞ্চে মঞ্চস্থ হবে নাটক ‘হাসন রাজা’

হাসন রাজা বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তাঁর প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে তিনি। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্‌ এর প্রধান পথিকৃৎ।

হাসন রাজার জন্ম ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর (৭ পৌষ ১২৬১) সেকালের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণছিরি (লক্ষণশ্রী) পরগণার তেঘরিয়া গ্রামে। হাসন রাজা জমিদার পরিবারের সন্তান। রামপাশা-লক্ষণশ্রীর জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী। তাঁর পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তাঁর তৃতীয় পুত্র। তিনি সহজ-সরল সুরে আঞ্চলিক ভাষায় প্রায় সহস্রাধিক গান রচনা করেন। সুনামগঞ্জ অঞ্চলের এই রাজা জমিদারীর পাশাপাশি সাধনা করেছেন সুরের,সংগীতের।

সুর সংগীতের এই সাধকের জীবনদর্শন নিয়ে নাটক "হাসন রাজা" মঞ্চায়ন করবে নান্দিক নাট্যদল,সিলেট। নাটকটি রচনা করেছেন সিলেটের তরুণ নাট্যকার মোস্তাক আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন আমিরুল ইসলাম চৌধুরী বাবু। আজ ১৮ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

হাসন রাজা' নাটক সম্পর্কে নাট্যকার মোস্তাক আহমেদ বলেন, বাংলার লৌকিক সমাজে রামপাশা-লক্ষণশ্রীর জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী কিংবদন্তী হয়ে আছেন যুগ যুগ ধরে। এখনো তাকে ঘিরে নানাধরনের জনশ্রুতি আবহমান বাংলার লোকসমাজে। ভোগবিলাসের খোলস থেকে বেরিয়ে এসে এই সাধক কবি নিজেকে চিনিয়েছেন অন্যরূপে। তার সৃষ্টিকর্ম বাংলা লোকগানের পরিমণ্ডলকে দিয়েছে এক নতুন ধারার সন্ধান।

হাসন রাজা' নাটকের ঘটনা প্রবাহ এক বর্ণিল জমিদারের দিনপঞ্জি প্রায়। প্রথম স্ত্রী আজিজা বানু'র সাথে মান-অভিমান, প্রেমালাপ, মল্লিকপুরের জমিদার গোবিন্দ বাবু'র সঙ্গে শত্রুতা, একাধিক বিয়ে, প্রজা বিদ্রোহ, মায়ের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী অনুশোচনা, মুর্শিদের অনুসন্ধান, ভোগবাদ পরিত্যাগ, মায়ের মৃত্যুসহ প্রত্যেকটি ঘটনা এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলার চেষ্টা করেছি।

আপনার মন্তব্য

আলোচিত