রাঙামাটি প্রতিনিধি

২০ এপ্রিল, ২০১৭ ১৫:০৪

জলকেলির মধ্য দিয়ে শেষ হলো মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হলো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই বা জলকেলি উৎসব। পুরনো বছরের সব দুঃখ, কষ্ট, গ্লানি ও জীর্ণতা ধুয়ে-মুছে ফেলতে প্রতিবছরের ন্যায় এ বছরও সাংগ্রাই জলকেলি উৎসব ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে আসামবস্তি নারিকেল বাগান মাঠে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) প্রধান উপদেষ্টা চিংকিউ রোয়াজার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এই জল উৎসব ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংগ্রাই উৎসব তথা বৈসাবি'র সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আপনার মন্তব্য

আলোচিত