নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০১৮ ২৩:২৮

সিলেটে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে বুধবার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর’এর ১৫৭তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’এর ১১৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, সিলেটের উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (৬ জুন) সকাল ১০:৩০টায় সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

এতে ‘জাতীয় জাগরণে কবি নজরুল’ বিষয়টির উপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এ এফ এম হায়াতুল্লাহ এবং ‘রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে শিলাইদহের প্রভাব’ বিষয়টির উপর মদনমোহন কলেজ, সিলেট-এর অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

আলোচনা পর্ব শেষে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম রচিত গান-কবিতার সমন্বয়ে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

আয়োজিত রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।  

আপনার মন্তব্য

আলোচিত