
১৩ এপ্রিল, ২০১৯ ০১:০৮
ছবি: খোরশেদ আলম সুমন
বাঙালিদের প্রধান উৎসব পহেলা বৈশাখ। বিভিন্ন জায়গায় বৈশাখী মেলার আয়োজন করা হয় এই দিনে। ছোটো বড় সবাই মিলে বাঙালি সংস্কৃতির পোশাক পরে ঘুরতে বের হন পরিবার বন্ধু বান্ধবীদের সাথে।
বৈশাখী মেলা গানে মেতে উঠে সকল বাঙালি। এইদিনে বাঙালির আসল রূপ দেখা যায় চারিদিকে। অংকন শিল্পীরা বিভিন্ন মেলায় ছোটে বড় সবার হাতে গালে আর্ট করা নিয়ে ব্যস্ত থাকেন এই দিনে।
বৈশাখের এই রূপে সাজাতে রেডিয়েন্ট হান্ট এর চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল বৈশাখের এই ফটোশুটের আয়োজন করেন।
তিনি বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। তাই সারা বছর সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও আমরা বাঙালিরা এই দিনটি না ভুলে আমাদের সংস্কৃতিকে মনে রাখি।
আপনার মন্তব্য