সিলেটটুডে ডেস্ক

১০ আগস্ট, ২০১৯ ১৫:৫৮

এস এম সুলতানের জন্মদিন আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী আজ।

শনিবার (১০ আগস্ট) দিবসটি উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশন, জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- শনিবার সকালে কোরআনখানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, শিশুস্বর্গ মিলনায়তনে শিল্পীর বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই শিল্পী। রাজমিস্ত্রি বাবা মেছের আলীর নান্দনিক সৃষ্টির ঘঁষামাজা দেখে দেখে লাল মিঞার (সুলতান) ছবি আঁকার সুপ্ত প্রতিভার বিকাশ হয়। অষ্টম শ্রেণিতে পড়ার সময়ে নড়াইলের তৎকালীন জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের দৃষ্টিতে পড়েন তিনি।

১৯৪১ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি সুলতানকে কলকাতা আর্ট কলেজে ভর্তি করে দেন। ১৯৪৪ সালে কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান দখল করে চতুর্থ বর্ষে উত্তীর্ণ হন তিনি। কিন্তু প্রথাগত শিক্ষায় নিজেকে আটকে রাখতে পারেননি তিনি।

১৯৯৪ সালের ১০ অক্টোবর এই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত