সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ২২:৪৫

শাবিতে ‘মেঘমল্লার’র দুই দিনব্যাপি চ্যারিটি ওয়ার্ল্ড প্রিমিয়ার শো

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) কলেজের গণিত বিভাগের শিক্ষক বিষ্ণুপদ সরকারের চিকিৎসা সহায়তা তহবিল গঠনে মেঘমল্লার চলচ্চিত্রের দুই দিনব্যাপি চ্যারিটি ওয়ার্ল্ড প্রিমিয়ার শো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সোমবার থেকে শুরু হচ্ছে।

প্রথম আলো বন্ধুসভা শাবিপ্রবি এ চ্যারিটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, সোমবার ও পরদিন মঙ্গলবার প্রতিদিন বিকেল চারটা ও সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে মেঘমল্লার চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হবে। কানাডার টরন্টো আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের সাথে একযোগে শাবিপ্রবিতে এ প্রদর্শনী হবে। আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে সরকারী অনুদানে মেঘমল্লার চলচ্চিত্রটি নির্মিত। মুক্তিযুদ্ধের সাহস-শঙ্কা, আশা-নিরাশার গল্প নিয়ে এ চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাহিদুর রহমান অঞ্জন।

চলচ্চিত্রটি নির্মাণে সরকারের অনুদান ছাড়াও সহায়তা করেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার, এবিসি রেডিও, কালি ও কলম, বেঙ্গল এন্টারটেইনমেন্ট লিমিটেড, বেঙ্গল ক্রিয়েশন্স, বিজনেস টাইমসসহ কয়েকটি প্রতিষ্ঠান। সিইউএফএল কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক বিষ্ণুপদ সরকার লিভার জটিলতায় দিল্লির মেডানটা হাসপাতালের ডা. এ এস সইন এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

প্রদর্শনীর টিকেটের মূল্য ৪০ টাকা। টিকেট শাবিপ্রবির অর্জুনতলায় প্রথম আলো বন্ধুসভার টেন্টে পাওয়া যাবে। এ ছাড়াও প্রদর্শনীর আগে শাবিপ্রবির সেন্ট্রাল অডিটোরিয়ামের কাউন্টারে পাওয়া যাবে।

আপনার মন্তব্য

আলোচিত