সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০২০ ১৪:৪৯

জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য

উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১টায় লিডিং ইউনিভার্সিটির পার্শ্ববর্তী উম্মুক্ত জলাশয়ে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

এ সময় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি, ডেপুটি রেজিস্ট্রার মো. লুৎফর রহমান, ইনচার্জ (অর্থ ও হিসাব) রজত কান্তি চক্রবর্তী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। তাছাড়া প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখতে জাতীয় বৃক্ষরোপণ ২০২০ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে এবং দশ হাজার বিভিন্ন প্রজাতির বনজ এবং ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত