সিকৃবি প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৫ ১৪:৪৯

সিকৃবিতে মহান বিজয় দিবস উদযাপন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি )মহান বিজয় দিবস- ২০১৫ পালিত হচ্ছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস পালন শুরু হয়। সকাল সাড়ে ৮ টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সম্মুখ হতে বিজয় র‍্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ
সড়ক অতিক্রম করে নির্মাণাধীন কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম সহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, ছাত্রলীগ শাখার নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এরপর শহীদের স্মৃতিতে শ্রদ্ধা-নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম, রেজিস্টার মো. বদরুল ইসলাম, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর কার্যালয়, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, ছাত্রলীগের কেন্দ্রীয় ও হল শাখা, সকল অনুষদীয় ছাত্রসমিতি, বিনোদন সংঘ, কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘ, সাদা দল, সাংবাদিক সমিতি, আঞ্চলিক সমিতি, প্রাধিকার, একুশ, অফিসার্স পরিষদ, কর্মচারী পরিষদ ও বিভিন্ন আবাসিক হলের পক্ষ হতে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ডুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভা বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, জাতীয় দিবস উদযাপন কমিটি’র আহবায়ক ড. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল বাসেত, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নূর হোসেন মিঁঞা, ছাত্রলীগ শাখার সভাপতি ডা. শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. ঋত্বিক দেব প্রমুখ।

আলোচনা সভা শেষে পর্যায়ক্রমে শহিদ মিনারে বিনোদন সংঘ ও কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘের সাংস্কৃতিক উপস্থাপনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিশু কিশোরদের দৌড় ও বিস্কুট দৌড়
প্রতিযোগিতা, পৃথকভাবে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ভলিবল এবং মহিলা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্টিত হচ্ছে।

বিকেলে কৃষ্ণচূঁড়া সাংস্কৃতিক সংঘের আয়োজনে “অটুট বন্ধন” এবং বিনোদন সংঘের ” শ্যামল ছায়া” প্রদর্শিত হবে

আপনার মন্তব্য

আলোচিত