সিলেটটুডে ডেস্ক

১৮ আগস্ট, ২০২২ ১৭:১৭

লিডিং ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

লিডিং ইউনিভার্সিটির বঙ্গবন্ধু চত্বরের  শহিদমিনারের পাশে বৃক্ষরোপণ করেছে বিশ্ববিদ্যালয়ে সামার-২০২২ সেমিস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা। বুধবার (১৭ আগস্ট) বিকালে ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদেরকে উপহার হিসেবে বর্তমান শিক্ষার্থীদের দেওয়া কামিনি, কাঠ বাদাম এবং রঙনসহ বেশকিছু গাছ রোপণ করেছে নবীন শিক্ষার্থীরা।

বৃক্ষরোপণের সময় উপস্থিত থেকে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতিকে ধারণ করে রাখতে শিক্ষার্থীদের এ উদ‍্যোগ খুবই প্রশংসনীয়। তিনি ক‍্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণের জন‍্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং আগামীতে বিশ্ববিদ্যালয়ের পরিবারের সাথে তাদের সুন্দর শিক্ষাজীবন কামনা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, স্থাপত্য বিভাগের সহযোগী অধ‍্যাপক স্থপতি রাজন দাস এবং শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত