
২৫ মে, ২০২৩ ১৪:১৬
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এইচএসসি-২০২২ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শামীমাবাদ, বাগবাড়ীস্থ নিজস্ব ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহনে আগ্রহী শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।
শিক্ষার্থীরা নির্ধারিত গুগল ফর্ম https://docs.google.com/forms/d/e/1FAIpQLScTDstvUF8H6rjKO6ZvM9_hut1qCUoMSVPnp_uDTOl5auqAVw/viewform এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের তথ্যকেন্দ্রে এসে স্বশরীরেও রেজিষ্ট্রেশন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২০২২ সালে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে রেজিষ্ট্রেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আপনার মন্তব্য