শাবিপ্রবি প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২৩ ২২:২১

শাবিপ্রবিতে বৃহত্তর বরিশাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল, সম্পাদক মেহেদী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত বৃহত্তর বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগীয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাকিল হাওলাদারকে সভাপতি এবং বাংলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মনঞ্জুরুল হক সাকিব, সহ-সভাপতি পলাশ বখতিয়ার, এনামুল হক ও কৌশিক খন্দকার, সহ সাধারণ সম্পাদক শাকিল মাহাম্মুদ, ফিজা ও শশী, সাংগঠনিক সম্পাদক মমিন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন ও আবদুর রহমান, কোষাধ্যক্ষ সারানা চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ সাব্বির রহমান আকাশ ও মেহেদী হাসান, প্রচার-সম্পাদক মেহেদী আল মুত্তাকীন।

আপনার মন্তব্য

আলোচিত