নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৪ ২০:৪০

ইফতার পার্টিতে আপত্তির প্রতিবাদে শাবিপ্রবিতে গণ ইফতার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনে প্রশাসনের আপত্তির প্রতিবাদে ‘গণ ইফতার’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।  

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচির আয়োজন করেন তারা। এর আধা ঘণ্টা আগে থেকেই হাতে ইফতারসামগ্রী নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরে জড়ো হতে থাকেন। পত্রিকার কাগজ ও জায়নামাজ বিছিয়ে সড়কেই বসে পড়েন শিক্ষার্থীরা। ইফতারের আগে তাদের কয়েকজন হামদ-নাত পরিবেশন করেন।

 কর্মসূচিতে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী উমর ফারুক প্রমুখ।

 তারা বলেন, ক্যাম্পাসের ইফতার পার্টি সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য বন্ধন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তির মাধ্যমে তা বন্ধের পায়তারা করেছিল। যুগ যুগ ধরে চলে আসা এ সংস্কৃতি নিয়ে কুটকৌশল সকল শিক্ষার্থীর হৃদয়ে আঘাত করেছে। এ ধরণের সিদ্ধান্ত ইফতারের মাধ্যমে গড়ে উঠা শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ককে বিনষ্ট করবে।’

 আগামীতে এ ধরণের সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষ বিরত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

প্রসঙ্গত, গত সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার পার্টি না করার অনুরোধ করা হয়। এ চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে দেশের বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধন ও গণ ইফতার কর্মসূচি পালিত হয়েছে।

পরে সমালোচনার মুখে পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে ইফতার মানা করার বিষয়টির ব্যাখ্যা দেন কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন ছাড়া ক্যাম্পাসে যে কেউ ইফতার পার্টি করতে পারবে।

আপনার মন্তব্য

আলোচিত