০৮ জুলাই, ২০২৪ ১২:১৩
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রিমিয়ার লিগ শুরু হয়েছে।
রোববার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন হ্যান্ডবল গ্রাউন্ডে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এবারের টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন ব্যাচের ৬ টা দল অংশগ্রহণ করছে। খেলাগুলো গ্রুপ ভিত্তিক গ্রুপ পর্বের অনুষ্ঠিত হবে। এই খেলায় বিভাগের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিটি খেলা আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হওয়ার পাশাপাশি রয়েছে আকর্ষণীয় পুরস্কার। টুর্নামেন্ট তদারকি করছে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন।
এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন ও সকলকে উপভোগ করার আহ্বান জানিয়েছেন ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ও টুর্নামেন্টের কনভেনশন হানিফ হাসান নিশান।
তিনি জানান, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এবার ৬টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্ট সফলভাবে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করছি, পাশাপাশি সকলকে খেলা উপভোগের আহ্বান জানাচ্ছি।
এবারের টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে আছে 'Atar Al Qalb",সিলভার স্পন্সর হিসেবে আছে "Zela Bazar"। খেলা পরিচালনায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভিত্তিক সংগঠন স্পোর্টস সাস্ট।
আপনার মন্তব্য