১৪ জুলাই, ২০২৪ ২৩:৫২
সর্বজনীন পেনশন স্কিম বাতিলসহ তিন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা। একই সাথে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রয়েছে।
রোববার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, শনিবারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা নির্দ্বিধায় শিক্ষকদের দাবিসমূহ তুলে ধরেন। বৈঠকের আলোচনায় শিক্ষকরা সন্তুষ্ট না হলেও মিডিয়া সন্তোষজনক বলে অপপ্রচার করছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত নিরব আন্দোলন চচমান থাকবে।
মানববন্ধনে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর কবিরের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য