সিলেটটুডে ডেস্ক

০২ অক্টোবর, ২০২৪ ১১:৪৫

হাত-পা বেঁধে ছাত্রাবাসের ছাদ থেকে ফেলে হত্যা

কুষ্টিয়ায় একটি চারতলা ছাত্রাবাসের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিচে ফেলে কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রুবেল হেসেন (২২) । তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে রুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার হাত-পা বাঁধা আর মুখ গামছা দিয়ে পেঁচানো ছিল। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, চারতলা ভবনের তৃতীয় তলায় তিনটি রুমে ৯ জন থাকতেন। রুবেলের রুমে থাকতো তিনজন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চিৎকারের শব্দ শুনে নিচে নেমে এসে দেখেন হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন রুবেল। তখন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত