সিলেটটুডে ডেস্ক

১৭ অক্টোবর, ২০২৫ ১২:৩০

রাকসুতে নারী ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন নির্বাচিত

দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়জয়কারের মাঝেও বিজয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল থেকে তিনিই একমাত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সংসদে বিজয়ী হয়েছেন। তিনি ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম।

ফলাফলে দেখা যায়, কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে মোস্তাকুর রহমান জাহিদ ১২,৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট।সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন বামজোট সমর্থিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার।

নার্গিস খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৪ সাল থেকে পেশাদার ফুটবলার হিসেবে খেলা নার্গিস বাংলাদেশের অনূর্ধ্ব-১৪ থেকে শুরু করে জাতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত