সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৫ ২৩:০৪

এমসি কলেজে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির আগপর্যন্ত 'নো প্রমোশন, নো ওয়ার্ক' কর্মসূচি শুরু হয়েছে। রোববার এমসি কলেজের কলাভবনের সামনে এই কর্মসূচি পালন করেন প্রভাষকরা।

এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মৌসুমী আফরোজের সভাপতিত্বে ও রসায়ন বিভাগের প্রভাষক চঞ্চল রায় শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জোস্না বেগম, বাংলা বিভাগের প্রভাষক এস এম আনোয়ারুজ্জামান প্রমুখ।

এসময় তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিধি বহির্ভূত ৫৪টি আদেশে আটকে যাচ্ছে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রায় ২৫০০ প্রভাষকের পদোন্নতি। আজ থেকে সারাদেশে সকল সরকারি কলেজে No Promotion, No Work কর্মসূচি পালিত হচ্ছে। ৫ বছরের পদোন্নতি ১২ বছরেও হচ্ছে না শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য সকল কর্মকর্তার সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে " বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ " বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির মুহূর্তে আটকে যাচ্ছে ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রায় ২৫০০ প্রভাষকের পদোন্নতি।

আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্যদের অনতিবিলম্বে পদোন্নতি চাই। সরকার ইচ্ছে করলেই আমাদের পদোন্নতি দিতে পারেন। এজন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করি। আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।

আপনার মন্তব্য

আলোচিত