নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৫ ২১:৫৬

শাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ বৃহস্পতিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার।

নির্বাচনি তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের শাকসু মেনুতে ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে গত রবিবার বিকালে সংবাদ সম্মেলনে নির্বাচনের সম্ভাব্য বিভিন্ন তারিখ তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

তফসিল অনুযায়ী- খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামীকাল। এরপর ভোটার তালিকার বিষয়ে আপত্তি গ্রহণ শেষ তারিখ ২২ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।

তফসিলে আরও বলা হয়, মনোনয়নপত্র বিতরণ ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। বিতরণ ও জমাদান ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। মনোনয়ন জমাদানের শেষ তারিখ ২৬ নভেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৭ নভেম্বর। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২৮ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। প্রার্থীতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি ১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর। নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। নির্বাচনের ফলাফলও একই দিন প্রকাশ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত