দেবদাস চক্রবর্ত্তী

১৩ ফেব্রুয়ারি , ২০১৬ ১৫:০৬

এম সি কলেজে ভাঁজপত্র ‘সংস্রব’ এর মোড়ক উন্মোচন

বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে আজ ফাল্গুনের প্রথম দিনে মুরারিচাঁদ কলেজের একঝাঁক ছাত্রছাত্রীদের উদ্যোগে ভাঁজপত্র ‘সংস্রব’ এর মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন করেন সিলেট বেতারের নিয়মিত গীতিকার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম।

ভাঁজপত্রের সম্পাদনায় ছিলেন মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ইলিয়াস তপু, রাতুল সাঁই ও প্রভাশ তালুকদার।

এতে মিনার মনসুর, মহীবুল আজিজ, অদিতি ফাল্গুনী, রিজোয়ান মাহমুদ, নাজমুন নাহার, লাবণ্য কান্তা, শারমিন লিপি, বশির আহমদ জুয়েল, ইলিয়াস তপু, রাতুল সাঁই, প্রভাশ তালুকদার, বিভাষ চৌধুরী, নাসির উদ্দিন সুজন, হিমেল হাসান বৈরাগী, মিঠুন কুমার সমাদ্দার, বিধান সিংহ, উজ্জ্বল চক্রবর্তী, আদিত্য আভা, দেবাশীষ দাশ ও দেবাশীষ তালুকদার শুভ্রর লেখা কবিতা ছাপা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্পাদক, লেখক ও আমন্ত্রিত অতিথি ছাড়াও এমসি কলেজের অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি জনাব শামসুল আলম সেলিম বলেন, একমাত্র সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমেই দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখা সম্ভব। মুরারিচাঁদ কলেজের ছাত্রছাত্রীদের এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং এ কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আশা করেন।

‘সংস্রব’ এর সম্পাদক ইলিয়াস তপু জানান, এমসি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সাহিত্য চর্চার অনুপ্রেরণা যোগাতে দুই বছর আগে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি ‘সংস্রব’ এর প্রথম সংখ্যা প্রকাশ করেন। এর ধারাবাহিকতায় আজ দ্বিতীয় সংখ্যা প্রকাশ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত