নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি , ২০১৫ ১৮:৩৮

তালা খুলল শাবির মুক্তিযুদ্ধ কর্ণার ও গ্রন্থাগারের

দীর্ঘ এক মাস নিয়মবর্হিভুতভাবে বন্ধ থাকার পর সোমবার থেকে খুলে দেয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও মুক্তিযুদ্ধ কর্ণার। রবিবার সিলেটভিউ২৪.কমসহ কয়েকটি গণমাধ্যামে এ নিয়ে সংবাদ প্রকাশের পর  আজ  সোমবার সকালে ফটকের তালা খুলে দেয়া হয়। 

শিক্ষার্থীরা জানান, গত এক মাসেরও অধিক সময় ধরে নিয়মবর্হিভুতভাবে কেন্দ্রীয় গ্রন্থাগার এবং মুক্তিযুদ্ধ কর্ণারটি বন্ধ করে রাখেন প্রধান গ্রন্থাগারিক আব্দুল হাই ছামেনি। এ সময়ে গ্রন্থাগারের দ্বিতীয় ও চতুর্থ তলায় মুক্তিযুদ্ধ কর্ণারে তালা ঝুলিয়ে দেন তিনি। শিক্ষার্থীরা বই নিতে আসলেও তাদের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।  

পরে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন তিনি। হরতাল আহবানকারীদের হুমকীতে এগুলো বন্ধ রেখেছেন বলেও জানান তিনি।  

পরে উপাচার্যের নির্দেশে সোমবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সব বিভাগ এবং মুক্তিযুদ্ধ কর্ণারটি খুলে দেয়া হয়। 

এ বিষয়ে উপাচার্য ড.মো.আমিনুল হক ভুইয়া জানান, বিষয়টি জানার সাথে সাথে আমি গ্রন্থাগারিককে টেলিফোনে নির্দেশ দিয়েছি যাতে  গ্রন্থাগারের সব বিভাগ খুলে দেয়া হয়।

এ দিকে দীর্ঘদিন পর গ্রন্থাগার খুলে দেয়ায় স্বস্তি প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

 

 

আপনার মন্তব্য

আলোচিত