শাবি প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০১৬ ১৭:১৮

শাবিতে ‘সঞ্চালন’ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদান বিষয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’ ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি র‌্যালি বের করে সংগঠনটির কর্মীরা। র‌্যালিটি প্রশাসনিক ভবন-২(উপাচার্য ভবন) এর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে উল্লাস করে সংগঠনটির কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভ’ইয়া, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবুল কাশেম, সহকারী প্রক্টর ওমর ফারুক, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন,সঞ্চালনের সভাপতি ফরহাদ আহমেদ, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাবেক সভাপতি সৈকত আহমেদসহ সংগঠনের  সকল সদস্যরা ।

উল্লেখ্য, ‘রক্তের  প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এই স্লোগানকে ধারণ করে  ২০০৯ সালের ৫ এপ্রিল যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম রক্তদানমূলক স্বেচ্ছাসেবি সংগঠন ‘সঞ্চালন’। প্রতিষ্ঠার পর থেকে সাধারণ মানুষকে বিনা মূল্যে রক্ত সরবরাহের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, শীত বস্ত্র বিতরণ, চ্যারিটি চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।

আপনার মন্তব্য

আলোচিত