সিকৃবি প্রতিনিধি

২৭ জুলাই, ২০১৬ ২০:০৩

সিকৃবিতে আমুস এর জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

গুলশান এর হলি আর্টিজন রেস্তোরাঁ, শোলাকিয়াসহ সারা দেশে একের পর এক জঙ্গি হামলার প্রতিবাদে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে আমুস (আমরা মুক্তি যোদ্ধার সন্তান) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা৷

বুধবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয় ৷

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্ৰফেসর ড. মোঃ আব্দুল বাসিত, শিক্ষক সমিতির সভাপতি ড. নুর হেসেন মিয়া, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি ড. জীবন কৃষ্ণ সাহা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ডা. শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. ঋতৃক দেব অপু সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থী ৷

উক্ত মানববন্ধনে সিকৃবি আমুস এর সাধারণ সম্পাদক আবুল বাশার জুয়েলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আমুস সভাপতি শুভাশিষ রায়৷

মানববন্ধন শেষে বক্তারা বলেন, ‘জঙ্গিবাদের কোনো ধর্ম নেই। ইসলামের নাম দিয়ে মানুষ হত্যা করে তারা শুধুমাত্র ইসলাম ধর্মের নয় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত। দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে তখনই দেশীয় ও বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। তাদের এই অপচেষ্টা প্রতিরোধে দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার প্রসঙ্গে টেনে বক্তারা আরো বলেন, রোজার মাসে গুলশানে এবং শোলাকিয়ার ঈদ জামাতে হামলা করে জঙ্গিরা, এতে আমরা মর্মাহত। বাংলাদেশ একটি ধর্ম-সহনীয় অসাম্প্রদায়িক দেশ। যারা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে তারা দেশ, জাতি ও রাষ্ট্রের শত্রু। এদের নিশ্চিহ্ন করতে হবে।

সবশেষে বক্তারা, জঙ্গিদের ‘দেশ ও জাতির শত্রু’ আখ্যায়িত করে তাদের প্রতিহত করা আহ্বান জানান এবং  জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ও তাদের মদদদাতাদের শাস্তির আওতায় এনে মূলোৎপাটন করার দাবি জানান৷

আপনার মন্তব্য

আলোচিত