শাবি প্রতিনিধি

২৮ জুলাই, ২০১৬ ১৪:৩৬

শিক্ষাঙ্গনকে জঙ্গিমুক্ত রাখতে শাবিতে র‍্যালি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ র‌্যালি ও সমাবেশের আয়োজন করে।

ক্যাম্পাস সূত্র জানায়, বেলা ১২টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে সকল একাডেমিক ভবন ও এক কিলো রোড ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া বলেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষ ও কঠোরভাবে তাদের দমন করছে। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম প্রতিষ্ঠার বর্তমানে জঙ্গিরা যেসব কাজ করছে তা ইসলাম কখনোই সমর্থন করেনা।

বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই উল্লেখ করে উপাচার্য বলেন, এদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ পারষ্পরিক সহমর্মিতার মাধ্যমে বসবাস করে।

তিনি আরো বলেন, ইসলাম মানবতার পক্ষে। ইসলাম প্রতিষ্ঠার নামে জঙ্গিরা পরমত দমন করার ষড়যন্ত্রে লিপ্ত।

উপাচার্য বলেন, জঙ্গিরা মূলত বঙ্গবন্ধুর সোনার বাংলার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্যই এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে বাংলাদেশে উদীচী হামলা, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটলেও বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারেনি।

সমাবেশে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, এগ্রিকালচার ও মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড.এ.জেড.এম মঞ্জুর রশিদ, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ.কে.এম মাজহারুল ইসলাম, লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি  মো. মুজিবুর রহমান, ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ,সহসভাপতি আবু সাইদ আকন্দ, অঞ্জন রায়, সাধারণ সম্পাদক ইমরান খান,যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য উত্তম কুমার দাস প্রমুখ।

এদিকে সমাবেশ শুরুর আগে বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মনযুর-উল-হায়দারকে সমাবেশ থেকে বের করে দেন ছাত্রলীগ নেতা অঞ্জন রায় ও সাজিদুল ইসলাম সবুজ।

আপনার মন্তব্য

আলোচিত