সিলেটটুডে ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০৭:৩৩

অনলাইনে কুয়েটে'র ভর্তির আবেদন শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন থেকে শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। চলবে ২৮ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির দপ্তরে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি একজন শিক্ষার্থীর আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন সম্পন্ন করেন এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য অনলাইন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

ভর্তি সংক্রান্ত সব তথ্যাবলি www.admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে [email protected] তে ই-মেইল করা যেতে পারে বলে কুয়েটের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত