রাবি প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৮

বিডিজবসডটকম-আরইউসিসি ক্যারিয়ার ফেস্ট শুরু ২৮ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করতে যাচ্ছে ‘বিডিজবসডটকম-আরইউসিসি ক্যারিয়ার ফেস্ট ২০১৬’। দু’দিন ব্যাপী তাদের এ অনুষ্ঠানটি শুরু হবে  ২৮ ও ২৯ সেপ্টেম্বর।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের মশাররফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরুল হাসানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরইউসিসি’র সভাপতি কাজী মাহমুদ ও সাধারণ সম্পাদক তানভীর মোরশেদ। বিজ্ঞপ্তিতে দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানের নানাবিধ কর্মসূচির কথা উল্লেখ করা হয়।
 
অনুষ্ঠানের প্রথম দিন শুরু হবে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে। এদিন প্রেজেন্টেশন কম্পিটিশন ও বিজনেস কেস কম্পিটিশন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ডিনস কমপ্লেক্সের সেমিনার কক্ষে। এতে বিচারক থাকবেন রাবি মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল আলিম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ ইমরান হোসাইন, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্নিল রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘প্রিপারিং ইউরসেলফ ফর লোকাল অ্যান্ড গ্লোবাল জব মার্কেট’ শীর্ষক সেমিনার ও প্যানেল ডিসকাসশন অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিডিজবসডটকমের চিফ কমার্শিয়াল অফিসার প্রকাশ রয় চৌধুরী।

এছাড়া ‘এমপ্লোয়ারস এক্সপেকটেশন ফ্রম দ্য এস্পাইরিং ক্যান্ডিডেটস’ শীর্ষক প্যানেল ডিসকাশন এ উপস্থিত থাকবেন পালমাল গ্রুপের মানব সম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার জনাব রাশেদ মাওলা, এসিআই লি. মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার জনাব হাসান তারিক এবং রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শাহ্ আজম শান্তনু।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, বিশেষ অতিথি হিসাবে থাকবেন উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা প্রফেসর মিজানুর রহমান।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হবে। সেই সঙ্গে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

আপনার মন্তব্য

আলোচিত