রাবি প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০১৬ ১৯:২৮

অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

রোববার (৬ নভেম্বর) দুপুরে মহানগর মুখ্য হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন নগর গোয়েন্দা শাখার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক।

অভিযোগপত্রে অভিযুক্তরা হলেন, মাসকাওয়াত ওরফে আব্দুল্লাহ (বগুড়া), রহমতুল্লাহ (রাবির ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী), আব্দুস সাত্তার (রাজশাহীর খড়খড়ি), রিপন আলী (খড়খড়ি), শরিফুল ইসলাম (বাগমারা), খাইরুল ইসলাম বাধন, নজরুল ওরফে হাসান ও ওসমান।

এ বিষয়ে রেজাউস সাদিক বলেন, ‘এই আটজনের মধ্যে তিনজন (খাইরুল ইসলাম বাধন, নজরুল ওরফে হাসান ও ওসমান) বিভিন্ন সময় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে মারা গেছেন। এখন বাকি পাঁচজনের বিচার হবে। এর মধ্যে শরিফুল ইসলাম পলাতক আছেন। অন্যরা কারাগারে আছেন।’

রেজাউস সাদিক আরো বলেন, ‘এ হত্যাকাণ্ড ঘটিয়েছে জেএমবি। এখানে কোনো সন্দেহ নেই। আর এরা সবাই জেএমবির সদস্যরা।’ এর আগে গ্রেফতার চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে শিক্ষক রেজাউল হত্যার দায় স্বীকার করে। আগামী ৮ নভেম্বর অভিযোগপত্রের ওপর শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।’

মামলার অভিযোগপত্র দাখিলে সন্তুষ্টি প্রকাশ করে অধ্যাপক রেজাউল করিমের সহকর্মী ও রাবি শিক্ষক সমিতির সভাপতি  ড. মো. শহীদুল্লাহ্ বলেন, ‘পুলিশের তদন্তের প্রতি আমাদের আস্থা রয়েছে। এখন আমরা অভিযুক্তদের শাস্তি দ্রুত দেখতে চাই।’

উল্লেখ্য, ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে কিছু দূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত