শাবিপ্রবি প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০১৬ ১৫:৫২

শাবিতে ‘জিপি হ্যাংআউট’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হলো দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের ক্যাম্পাস ভিত্তিক আয়োজন ‘জিপি হ্যাংআউট’।

নিজেদের তারুণ্য ভিত্তিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা  করা এবং তরুণ সমাজ তথা ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ আরোও বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণফোনের এই আয়োজন।

শাবি ক্যাম্পাসে প্রোগ্রামটির কনভেনার নিউটন চন্দ্র দাশ জানান, মূলত নিজেদের তারুণ্য ভিত্তিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ আরোও বৃদ্ধির জন্য গ্রামীণফোন এই আয়োজন করেছে।

ইতিপূর্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রামীণফোনের এই অনুষ্ঠান আয়োজন করে।

এরই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো জিপির ক্যাম্পাস এক্টিভেশন অনুষ্ঠান জিপি হ্যাংআউট।

আপনার মন্তব্য

আলোচিত