শাবি প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০১৬ ১৮:৪১

সাঁওতালদের উপর হামলার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

গোবিন্ধগঞ্জে সাঁওতাল আদিবাসিদের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আধুনিক ভাষা ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক গিয়াস বাবু, শিক্ষার্থী সোহেল আহমেদ মুন্না, কিনের সভাপতি হোসাইন আহমেদ নিশান, সাস্ট স্কুল অব ডিবেটের সাবেক সাধারণ সম্পাক রাকিবুল হাসান সাজন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “জাতিগত নিপীড়ন কখনো মানা যায় না। যারা এ ধরনের কর্মকান্ড ঘটাচ্ছে, শাস্তির বিধানটা না থাকায় ঘটাচ্ছে। আমরা সবসময় এসব ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে আসছি। সরকার যদি এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তম্যূলক শাস্তির ব্যবস্থা নেয় কেবল তখনই তা প্রতিরোধ করা সম্ভব হবে।

আপনার মন্তব্য

আলোচিত