শাবি প্রতিনিধি

২২ নভেম্বর, ২০১৬ ১৩:০১

শাবিতে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) এ আসনবিন্যাস প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে নয়টায় <SNG-QTS>এ<SNG-QTS> ইউনিটের ও একই দিন বিকেল আড়াইটায় <SNG-QTS>বি<SNG-QTS> ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www. sust. edu/admission/seat-plan) গিয়ে রোল নম্বর লিখলে ওই রোল নম্বরধারী পরীক্ষার্থীর আসন সম্পর্কিত তথ্য জানা যাবে।

এ ছাড়া টেলিটক অপারেটরের মুঠোফোন থেকে SUST<space>HELP<space>SEATPLAN<space>Roll-No লিখে ১৬২২২ নম্বরে খুদেবার্তা (এসএমএস) পাঠালে ফিরতি এসএমএসে আসন সম্পর্কিত তথ্য জানা যাবে। টেলিটক ছাড়া অন্য অপারেটরের মুঠোফোন থেকে SUST<space>SEATPLAN<space>Roll-No লিখে ১৬২৪২ নম্বরে পাঠালেও আসন সম্পর্কে তথ্য জানা যাবে।

ভর্তি কমিটি সূত্রে আরও জানা যায়, পরীক্ষার হলে পরীক্ষার্থীদের দুই কপি প্রবেশপত্র ও সদ্য তোলা দুই কপি রঙিন ছবি নিয়ে আসতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত