শাবিপ্রবি প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০১৬ ১৭:১৯

শাবির কেন্দ্রীয় মিলনায়তনে ওয়াইফাই না থাকায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ওয়াইফাই সংযোগ না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের একযুগ পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘ইন্টারনেট ব্যবহারের জন্য একাধিকবার ওয়াইফাই সংযোগ দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তিনি বলেন, ‘সেন্ট্রাল অডিটোরিয়াম ওয়াইফাই’ নামে সিগনাল আসলেও তা কানেক্ট হচ্ছিল না।

ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয়ে ওয়ইফাই সিগনাল থাকা স্বত্বেও সংযোগ না হওয়া দু:খজনক ও হতাশাজনক। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত