রাবি প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০১৬ ১৬:৫৮

স্থানীয়দের প্রাধান্য দিয়েই রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গোলাম কিবরিয়াকে সভাপতি এবং ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এ অনুমোদন দেয়।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এবারও গত কমিটির মতোই স্থানীয়দের প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি কিবরিয়ার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকায়। আর সাধারণ সম্পাদক রুনুর বাড়ি রাজশাহী মহানগরীর নওহাটায়।

এছাড়া নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন কাজী আমিনুল হক লিঙ্কন, সৈকত হোসাইন সৈকত, হাবিবুল্লাহ নিক্সন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মিজানুর ইসলাম, ফয়েজ আহমেদ, মামুন সেখ, শাহিনুল সরকার ডন আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল মমিন, সাবরুল জামিল সুস্ময়, এনায়েত হক রাজু, রেজাউল করিম রাজু।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাবি ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের চতুর্থ দিনের মাথায় রোববার এ কমিটি ঘোষণা করল কেন্দ্রীয় ছাত্রলীগ।

আপনার মন্তব্য

আলোচিত