শাবি প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০১৬ ২২:১৭

শাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি

শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস ২০১৬ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

রোববার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ১০টায় বিজয় শোভাযাত্রা এবং আলোচনা সভা।

আলোচনা সভায় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস। আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. জহির বিন এবং প্রভাষক তারিকুল ইসলাম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সহকারী প্রক্টর মোহাম্মদ শাকিল ভূইয়া।

আপনার মন্তব্য

আলোচিত