শাবি প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০১৬ ১২:১৯

শাবির আবাসিক হলে রাতভর পুলিশের অভিযান, অস্ত্র উদ্ধার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত তিনটি আবাসিক ছাত্র হলে এ অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।

শাহপরাণ হলের প্রাধ্যক্ষ মো. শাহেদুল হোসাইন জানান, হলগুলোতে বিপুল পরিমাণ অস্ত্রসহ বহিরাগতরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশের সহযোগীতায় এ অভিযান চালানো হয়েছে। এর মধ্যে শাহপরাণ হলের ৪২৬ নম্বর রুম থেকে সবচেয়ে বেশী পরিমাণ দেশীয় অস্ত্র পাওয়া গেছে। পরবর্তীতে রুমটি সিলগালা করা হয়েছে। তবে কোনও বহিরাগতকে আটক করা যায়নি।

শাহপরাণ হল থেকে ৪৩টি জিআইপাইপ ও ১৪টি দা উদ্ধার করা হয়েছে। বঙ্গবন্ধু হল থেকেও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, ৪২৬ নম্বর কক্ষটি শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান নিয়ন্ত্রণ করেন। তবে ইমরান বলেন, রুমটি তার নিয়ন্ত্রিত নয়। ছাত্রলীগের একজন সহ-সভাপতি রুমটি নিয়ন্ত্রণ করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আখতার হোসেন জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহবানে ডেপুটি কমিশনার ফয়সাল মাহমুদের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত