নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০১৬ ১০:৪৬

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনার জেরে শাবি বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) বন্ধ ঘোষণা করেছে প্রসাশন। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর মুন্সি নাসের ইবনে আফজাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার নিজস্ব ক্ষমতাবলে পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় বুধবার সকাল সাড়ে ১০টায় সিন্ডিকেট সভা আহবান করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সভা চলছিল।



উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুসারীদের ধাওয়া করে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগেরই আরেকটি গ্রুপ। এসময় সাধারণ সম্পাদক ইমরান খানকেও হল ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। এসময় গুলি ছোড়া ও ককটেল ফোটানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপর রাতভর উত্তেজনা বিরাজ করলে ভোর ৫টার দিকে ছাত্রদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। ছাত্রীদের বৃহস্পতিবারের মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত