নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি , ২০১৭ ০২:৫৭

শাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবসায় প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষ পর্যায়ে দুটি বিভাগের দর্শকদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ব্যবসায় প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যকার ক্রিকেট ম্যাচের শেষ পর্যায়ে আইপিই বিভাগের শিক্ষার্থীরা মাঠের চতুর্দিকে বিজয় মিছিল করতে থাকে। মিছিলটি ব্যবসায় প্রশাসন বিভাগের ট্যেন্টের সামনে আসলে কথাকাটাকাটি শুরু হয়। পরে একপর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হয় উভয় বিভাগের শিক্ষার্থীরা।

উভয় বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে বিষয়টি মিটমাট করা হয়। আপাত মীমাংসা হলেও খেলা শেষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন

সহ-সভাপতি অঞ্জন রায় বলেন, ‘দু’টি বিভাগের মধ্যে ক্রিকেট খেলা শেষে সভাপতি পার্থর অনুসারীরা হল থেকে অস্ত্র নিয়ে মাঠে এসে অতর্কিতে আমার গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।’

ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, ‘ঝামেলা মূলত দু’টি বিভাগের মধ্যে। তবে এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে  দ্রুত সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর কবির বলেন, ‘শাখা ছাত্রলীগের নেতাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান প্রক্টর।

আপনার মন্তব্য

আলোচিত