রাবি প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি , ২০১৭ ২২:১৩

ছাত্রদের রাজনীতিতে ব্যবহার শিক্ষকতার জন্য ভালো নয় : ওবায়দুল কাদের

দল ভারী করার জন্য ছাত্রদেরকে ব্যবহার শিক্ষকতার জন্য ভালো নয়। বর্তমানে শিক্ষকদের রাজনীতি ও ছাত্ররাজনীতি এক কাতারে চলে এসেছে। যা ছাত্র-শিক্ষক কারোর জন্য শুভ নয়। শিক্ষকরা সক্রিয় রাজনীতি যত কম করবেন, তত ভালো। সবকিছুকে একসঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। নিজেদের মধ্যে রাজনীতি করতে গিয়ে ঘরের মধ্যে ঘর করবেন না। এতে ছাত্র রাজনীতিও ভালো থাকবে। আর ছাত্রলীগকে নিয়ে যে বিভেদ, সেটা আমি দেখবো।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরি ভবনে রাবি শিক্ষক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষকদের প্রতি এ আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, শিক্ষকরা স্বকীয়তা ও নিজস্বতা বজায় রেখে রাজনীতি করবে। যেকোন দলের প্রতি শিক্ষকদের সমর্থন থাকতেই পারে। তাই বলে তা শিক্ষকতার সঙ্গে মিশিয়ে ফেলা যাবে না।

ছাত্রসংসদ নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ছাত্র রাজনীতিকে আকর্ষনীয় করতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্রসংসদ নির্বাচন দিলে ছাত্র নেতাদের মধ্যে পরিণতি বোধ আসবে, ভালো ব্যবহারের সংস্কৃতি চালু হবে। একজন ছাত্র নেতাকে যখন নির্বাচন করতে হবে, তখন তার ভোটের প্রয়োজন হবে। আর এজন্য সাধারণ ছাত্রদের সাথে ভাল ব্যবহার করতে হবে।

শিক্ষার মান বাড়ছে না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলেই সবাই ভবন নির্মাণের দাবি করেন। শুধু ভবনই হচ্ছে, শিক্ষার মান বাড়ছে না। মানসম্পন্ন শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক দরকার। এখন যে শিক্ষার অবস্থা, তাতে একটা কথাই বলতে পারি, আমরা শিক্ষার্থী পাচ্ছি না, পাচ্ছি পরীক্ষার্থী।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, মতিহারের সবুজ চত্বরে ড. শামসুজ্জোহা ছাত্রদের বাঁচাতে গিয়ে জীবন দিয়েছেন। ১৮ ফেব্রুয়ারি ছাড়া (ড. জোহার মৃত্যু দিবস) পৃথিবীতে আর কোন দিবস নেই, যার মাধ্যমে ছাত্র-শিক্ষক সম্পর্কের গুরুত্ব বোঝানো যায়।

১৮ ফেব্রুয়ারিকে গুরুত্বের সঙ্গে জাতীয়ভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাবি'র সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমেদ প্রমুখ।

পরে শহীদ ড. শামসুজ্জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ওবায়দুল কাদের। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ রাবি প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে সভায় 'জোহা দিবস'-কে শিক্ষক দিবস হিসেবে ঘোষণার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত