শাবি প্রতিনিধি

১৫ মার্চ, ২০১৭ ১৪:৫৪

শাবিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিংহ স্মরণ সভা বৃহস্পতিবার

বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিংহ স্মরণে কর্মসূচির গ্রহণ করেছে বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদ, সিলেট মহানগর শাখা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও 'সুদেষ্ণার হপন তেইপাঙ অক, ইমারথার পুনশি পালক'- এ শপথ নিয়ে শোক র‍্যালি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৬ মার্চ ভারতের কলকলিঘাটের গুংগাঝরি স্টেশনে নিজ ভাষার দাবিতে আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে নিহত হন সুদেষ্ণা সিংহ। এছাড়া আহত হন অরুন সিংহ (২৬), প্রমোদিনী সিংহ (২৫), কমলাকান্ত সিংহ (৪৫), দীপংকর সিংহ (২৫), প্রতাপ সিংহ (২৬), নমিতা সিংহ (৪০), রত্না সিংহ (২৪), বিকাশ সিংহ (২৭), শ্যামল সিংহ (২০) সহ অসংখ্য সত্যাগ্রহী। পুলিশের ব্যাপক ধরপাকড়ে গ্রেপ্তার হন শতাধিক ভাষাবিপ্লবী।

আপনার মন্তব্য

আলোচিত