সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৭ ১৭:২৫

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১০২ নং কক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিভাগীয় প্রধান জনাব আব্দুল্লাহ আলোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. মনির উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন ও জনসংযোগ পরিচালক জনাব তারেক উদ্দিন তাজ। ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক জনাব কামরুননাহার কবিতা। বিভাগীয় বিভিন্ন তথ্য সংবলিত স্লাইড শো প্রেজেন্টেশন করেন ঐ বিভাগের সিনিয়র প্রভাষক জনাব সায়মা সাদিয়া শাওন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে নতুন শিক্ষার্থীরা জ্ঞান গরিমায় নিজের সর্বোচ্চ উৎকর্ষ সাধনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ব্রতী হবে। যোগোপযোগী ব্যবসায় প্রশাসন বিভাগকে পছন্দের বিষয় হিসেবে নেওয়ায় তিনি শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রশাসন ও জনসংযোগ পরিচালক অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভিড়ে স্থায়ী ক্যাম্পাস সমৃদ্ধ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ায় নবাগত শিক্ষার্থীদেরকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব শামীম আহমেদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বিভাগের জেষ্ঠ্য শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদেরকে প্রোগ্রামের শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর ১১৬ নং কক্ষে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব ইবনে সিরাজের সভাপতিত্বে ইংরেজি বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে, ১০৫নং কক্ষে আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব হুমায়ুন কবিরের সভাপতিত্বে আইন বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে, ২০৯ নং কক্ষে ইসিই বিভাগের বিভাগীয় প্রধান জনাব একরামুল ফারুকের সভাপতিত্বে ইসিই বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এবং ২১৫নং কক্ষে সিএসই বিভাগের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষের সভাপতিত্বে সিএসই বিভাগের ওরিন্টেশন প্রোগ্রামে মাননীয় উপাচার্য প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এছাড়া আইন বিভাগের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী এবং ইংরেজি বিভাগের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান।

নবাগত শিক্ষার্থীদের হাতে প্রত্যেক বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার, ডায়েরি, প্রক্টোরিয়াল নীতিমালা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচী সংবলিত প্রসপেক্টাস বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত