শাবি সংবাদদাতা

২৫ মে, ২০১৫ ১২:২৮

শাবিতে যৌন হয়রানির পর ছাত্রীকে জুতাপেটা

অভিযুক্ত পাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেই মারধর ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান রোববার সন্ধ্যায় স্নাতকোত্তর শ্রেণীর অর্থনীতি বিভাগের এক ছাত্রী তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এসময়  ব্যবসা প্রশাসন বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র রিফাত আদনান পাপন তাকে অশ্লীলভাবে উত্যক্ত করার এক পর্যায়ে জুতা দিয়ে মারধোর শুরু করেন। পরে আশপাশের শিক্ষার্থীরা ওই ছাত্রীকে উদ্ধার করে।

যৌন হয়রানি ও মারধোরের বিষয়টি  ছাত্রী নিজ বিভাগের  প্রধান প্রফেসর হাসানুজ্জামান শ্যামল এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের আহবায়ক প্রফেসর ইয়াসমিন হককে মৌখিক ভাবে অবহিত করেন।

এবিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) এমদাদুল হক জানান বিষয়টি আমি শুনেছি কিন্তু এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে অই ছাত্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসা প্রশাসন বিভাগের অনিয়মিত শিক্ষার্থী রিফাত আদনান পাপন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোকান ভাংচুর ও এক বিদেশী শিক্ষার্থীকে মারধোরের অভিযোগে এর আগেও দুই বার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত