এমসি কলেজ প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০১৭ ০০:১১

এমসি কলেজের বাস চলাচলের সময়সূচী

শতবর্ষের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ(এমসি) কলেজের প্রায় ১৪হাজার শিক্ষার্থীর পরিবহনের জন্য রয়েছে দুইটি বাস।

১৯৭৭ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের পরিবহনের জন্য উপহার দেন বাস দু'টি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য শহরের দুই রুটে চলাচল করে বাস দু'টি।

সকাল সাড়ে সাতটায় ক্যাম্পাস ছাড়া বাস আম্বরখানা-মদিনা মার্কেট হয়ে বিজিবি ক্যাম্প পৌঁছায় ৮টা ২৫ মিনিটে। বিজিবি ক্যাম্প থেকে কলেজ বাসটি সুবিদবাজার-রিকাবীবাজার-জিতু মিয়ার পয়েন্ট হয়ে বন্দরবাজার পৌঁছায় সকাল ৮ টা ৪০ মিনিটে। শহর ঘুরে শিক্ষার্থী নিয়ে বাসটি ক্যাম্পাসে পৌঁছায় সকাল নয়টার ভিতরে।

দুপুর ২ টা ১৫ মিনিটে একই রুটে শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাস ছাড়ে বাসটি।

কলেজ শিক্ষার্থীদের পরিবহনের অপর বাসটি সকাল সাড়ে আটটায় বটেশ্বরের উদ্দ্যশ্যে ক্যাম্পাস ছাড়ে। ক্যাম্পাসে শিক্ষার্থী নিয়ে আসতে সকাল সাড়ে নয়টায় বটেশ্বর ছাড়ে বাসটি।

দুপুর ২টায় একই রুটে শিক্ষার্থীদের নিয়ে বটেশ্বরের উদ্দ্যেশ্যে ক্যাম্পাস ছাড়ে বাসটি।

বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষার সময় শহরের কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া ও আসার কাজেও ব্যবহৃত হয় বাস দু'টি।

আপনার মন্তব্য

আলোচিত