রাবি প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০১৭ ১৮:৫৪

রাবিতে শিবির নেতাকে পুলিশে সোপর্দ: শিবির-ছাত্রলীগের মিছিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র শিবিরের এক নেতাকে মারধর করে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। এরই পাল্টা জবাবে ক্যাম্পাসে অস্ত্রের মহড়া ও মিছিল করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক ও ফারসি বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমানকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মন্ডলের মোড়ে মিছিল করে শিবিরের নেতাকর্মীরা। এ সময় হাতবোমা বিস্ফোরণ ঘটনা ঘটায় শিবির।

এদিকে ছাত্র শিবিরের মিছিলের জবাবে পাল্টা ‘অস্ত্র’ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় ক্যাম্পাসে দেশীয় অস্ত্র চাপাতি, রামদা, কিরিচ, রড ও লাঠিসোটা নিয়ে শোডাউন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘এর আগেও হল থেকে আরিফকে পুলিশে দেয়া হয়েছিল। আজ ক্যাম্পাসে ঘুরাঘুরির সময় ছাত্রলীগের কর্মীরা তাকে ধরে পুলিশে দেয়।’

‘শিবির নেতাকে পুলিশে দেয়ার পরই শিবির মিছিল ও ককটেল চার্জ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে সতর্ক অবস্থান নেয়।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা (ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে) অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘শিবিরের একজনকে পুলিশে দেয়ার পর তারা ঝটিকা মিছিল করেছে বলে শুনেছি। এ ব্যাপারে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ক্যাম্পাসে কোন পক্ষ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘আরিফুর রহমান নামের শিবিরের একজনকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।’

আপনার মন্তব্য

আলোচিত