রাবি প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০১৭ ১৯:০৫

রাবি ভর্তি পরীক্ষা: ‘কে’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘কে’ ইউনিটের (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আনসার উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ বছর ‘কে’ ইউনিটের ৫০ আসনের বিপরীতে ১১ হাজার ৬ শত ২২ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ‘কে’ ইউনিটে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মেধা তালিকার ১ থেকে ৩৯৩তম ক্রম পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।”

“সাক্ষাৎকারের সময় নির্বাচিত প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, ভর্তি পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক সত্যায়িত প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।”

উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে।

প্রকাশিত ফলাফলে যেকোন ধরনের সংশোধন, পরিমার্জন বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd-এ পাওয়া যাবে।

আপনার মন্তব্য

আলোচিত