সিলেটটুডে ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৮ ১৭:০৪

সিকৃবিতে ইনসেপশন সেমিনার ও ওয়ার্কশপে সুইডেনের গবেষক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বাংলাদেশ সুইডেন কোলাবরেটিভ প্রজেক্টের আওতায় তিন দিনব্যাপী ইনসেপশন সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার হতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার (পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর) বলেন, গবেষণার মাধ্যমে দেশীয় জাতের মুরগ হতে উন্নত জাত তৈরির মাধ্যমে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করা সম্ভব।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. নাজমুল হক। প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বাংলাদেশের অর্থনীতিতে এর ভূমিকা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেন সুইডেনের লিংকপিং বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রফেসর ড. ডমিনিক রাইট ও পোস্ট-ডক্টরাল ফেলো ম্যানুয়াল আলভারেজ রদ্রিগেজ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যার সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী। বিশেষ অতিথির বক্তৃতায় রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব বলেন, স্থানীয় জাতের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদী আমিষ পূরণ সম্ভব নয়।

আপনার মন্তব্য

আলোচিত